ফরচুন বরিশালকে ১৪৬ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশাল। আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে।
ব্যাটিংয়ে নেমে বরাবরের মতোই ব্যর্থ তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ১০ রান যোগ করে বিদায় নেন তিনি। তবে জস ব্রাউন লড়তে থাকেন। তিনিও ৩৮ রানের বেশি করতে পারেননি।
বরিশালের হয়ে দুটি উইকেট নেন মোহাম্মদ ইমরান। একটি করে উইকেট পান সাইফউদ্দিন, আব্বাস আফ্রিদি ও তাইজুল ইসলাম।