বরাদ্দ বাড়ছে প্রতিরক্ষায়

0

‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ এই শিরোনামকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪২ হাজার ৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন, যা বিদায়ী অর্থবছরের তুলনায় ৫ হাজার ৪৪৫ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এর আগে, জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। ২০২২-২৩ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ৪০ হাজার ৩৬০ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট ছিল ৩৬ হাজার ৬৫০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here