বরগুনা জেলা সমিতির ইফতার মাহফিল ও সংবর্ধনা

0

ইতালির রোম সফরত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব বরগুনার বেতাগির কৃতি সন্তান খন্দকার নাজমুল হুদা শামীমের রোম আগমনে সংবর্ধনা দিয়েছে বরগুনা জেলা সমিতি ইতালি। রোমের ফুড অব রোমা রেস্তোরাঁয় আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা সমিতির সভাপতি মোঃ ইউসুফ আলী।

সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বরিশালের প্রবীণ ব্যক্তিত্ব মুজিবুর রহমান সিকদার, মাদারীপুর জেলা সমিতির সভাপতি ওয়াদুত মিয়া জনি, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, বৃহত্তর কুমিল্লা সমিতির যুগ্ন আহবায়ক মাহাবুব প্রধান ,বরিশাল বিভাগ সমিতি নির্বাচন কমিশন সদস্য নাসির খান, খান রিপন, বরগুনা জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান সিয়াম, সাংস্কৃতিক সম্পাদক শিরীন আক্তারসহ আরো অনেকে। এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিশেষ সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়। শেষে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ দোয়া মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here