বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আক্তারুজ্জামান বাহাদুর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আতিকুল হক আতিক।
শুক্রবার জেলা সমিতির হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জানা যায়, বরগুনা জেলা আইনজীবী সমিতির ২৬৭ জন ভোটারের মধ্য ২৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আক্তারুজ্জামান বাহাদুর (আওয়ামী লীগ) তিনি ভোট পেয়েছেন ১৬১। তার নিকটতম প্রার্থী আবদুর রহমান নান্টু (আওয়ামী লীগ) পেয়েছেন ৯৬ ভোট।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো. মিজানুর রহমান মজনু, মো. মশিউর রহমান (আওয়ামী লীগ), মো. মহসিন (বিএনপি)।
সাধারণ সম্পাদক মো. আতিকুল হক আতিক (আওয়ামী লীগ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন (আওয়ামী লীগ), নাগিদ সুলতানা লাকি (বিএনপি), মাহবুবুর রহমান মঈন, গ্রন্থাগার সম্পাদক মো. কবির হোসেন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মো. ইসমাইল হোসেন রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা খান নাতাশা, সদস্য ইমরান হোসেন (আওয়ামী লীগ) সাইফুল ইসলাম ওয়াসিম (বিএনপি) ও রুহুল ইসলাম হাওলাদার (জাতীয় পার্টি)।
এর আগে একই স্থানে বৃহস্পতিবার দিনভর বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমরা সুষ্ঠুভাবে সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ করি। কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। আমাদের কমিশনকে কার্যকরি কমিটি সার্বক্ষণিক সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানাই।
নবাগত সভাপতি আক্তারুজ্জামান বাহাদুর বলেন, আমি ও আমার পরিষদ আগামী এক বছর আইনজীবীদের কল্যাণে কাজ করে যাব।
নবাগত সাধারণ সম্পাদক মো. আতিকুল হক আতিক বলেন, আমি আগেও এই বারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পেরেছি বলেই এবারও বিজ্ঞ আইনজীবী বন্ধুরা আমাকে ভোট দিয়েছেন। আমার উপর অর্পিত দায়িত্ব আইনজীবী বন্ধুদের নিয়ে পালন করব।