বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ নির্বাচন শুক্রবার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে অ্যাডভোকেট মাহবুবুল বারি আসলাম সভাপতি ও অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সোহরাফ হোসেন মামুন শুক্রবার সন্ধ্যার পরে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন।
শুক্রবার সকাল ৯ টা হতে বিরতিহীন বেলা ১ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৩০০ ভোটারের মধ্যে ২৮৮ জন আইনজীবী তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন। সন্ধ্যার পরে প্রধান নির্বাচন কমিশনার মো. সোহরাফ হোসেন আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন।
সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মাহবুবুল বারি আসলাম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রার্থী নজরুল ইসলাম সিকদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান আকন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. হুমায়ূন কবির পল্টু।
সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন- মিজানুর রহমান মজনু, জাবির হোসেন ও মো. মোহসিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তিনজন- আবদুল্লাহ আল মামুন, টিটপ কুমার রায় বিটুল, ইসহাক হোসেন বাচ্চু। এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা নাতাশা, গ্রন্থাগার সম্পাদক মো. কবির হোসেন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক জাকির খান বশির, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আঞ্জুমান আরা লুইস, সদস্য নির্বাচিত হয়েছেন তিনজন, আক্তারুজ্জামান বাবুল, মাহিন মেহেরাব অনিক ও আহাদ রহমান জিতু।
প্রধান নির্বাচন কমিশনার শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।