বরগুনার মান্নুর জীবনে ২৪ বছর পর ফিরলেন ডেনমার্কের মারিয়া

0

দীর্ঘ ২৪ বছর অপেক্ষার পর বরগুনার গণমাধ্যমকর্মী মাহবুবুল আলম মান্নুর প্রতি প্রেম ও ভালোবাসার টানে ডেনমার্ক থেকে বরগুনায় ফিরলেন রোমানা মারিয়া। বাংলাদেশে আসার আগে ১ এপ্রিল খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন মারিয়া।

১৯৯৪ সালে মান্নু টুরিস্ট ভিসায় ডেনমার্কে যান। ডেনমার্কের রাজধানীতে একটি ফাস্ট ফুডের দোকানে মারিয়ার সাথে মান্নুর পরিচয়ের ১ বছর উভয়ের মধ্যে প্রেমের ভাব চলে। তখনো মারিয়ার বয়স ১৮ পূর্ণ না হওয়ায় অপেক্ষা করতে হয় মান্নুকে। যখন মারিয়ার বয়স ১৮ ছুঁই-ছুঁই তখন ২ জনের সম্মতিতে খ্রিস্টান ধর্মের রীতিতে বিবাহ হয়। মারিয়ার বাবা নিকোলাই মান্নুকে মেনে নিতে পারেননি। বাবার বাধাকে উপেক্ষা করে মান্নুর হাত ধরে মারিয়া চলে আসেন বাংলাদেশে। পরে মুসলিম ধর্মের রীতিনীতি মেনে ফের বিবাহ করেন তারা। মারিয়াকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্নে বিভোর হয়ে পড়েন মান্নু। বরগুনা শহরে ক্লিনিক ব্যবসায় ব‍্যর্থ হয়ে শেষে ডেনমার্কে যাওয়ার সিদ্ধান্তে মারিয়াকে ২০০০ সালে ডেনমার্কে পাঠিয়ে দেওয়া হয়। দুর্ভাগ্যক্রমে মান্নুর আর যাওয়া হয়ে উঠেনি। অপেক্ষা করতে থাকেন মান্নু।

সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের পরিচয় হয় ২ জনের। ১০ এপ্রিল লন্ডন হয়ে বাংলাদেশে আসেন মারিয়া। দীর্ঘ ২ যুগ পর প্রেমিক-প্রেমিকার মিলনে আলোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মারিয়া বর্তমানে ডেনমার্কের সিটি কর্পোরেশনে চাকরিরত। ১০ দিনের ছুটিতে বাংলাদেশে এসেছেন মারিয়া। ছুটি শেষ হবে ২১ এপ্রিল। 

মারিয়া জানান, বরগুনার মানুষ খুব আন্তরিক। সেও তাদের ভালোবাসায় ব্যাকুল হয়ে গেছেন। মান্নু যদি যেতে চায় তাহলে দু’জন ডেনমার্কে গিয়ে বসবাস করবেন। আর যদি যেতে না চায়, তাহলে মারিয়া জুলাই মাসের মধ্যে স্থায়ীভাবে চলে আসবেন মান্নুর কাছে। বরগুনার সবুজ শ্যামল আর সাগর-নদীর প্রকৃতির মাঝেই থেকে যাবেন মারিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here