বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তর কাঠি খ্রিষ্টানপল্লিতে আগামীকাল ২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন পালন উপলক্ষে আজ রাত ১০টা থেকে শুরু হচ্ছে কর্মসূচি।
বড়দিনের কর্মসূচি নির্বিঘ্নে পালনের জন্য স্থানীয় প্রশাসন নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, বড়দিন যাতে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারেন তার জন্য আমরা আরও ২-৪ দিন আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছি। পুলিশ সুপারসহ পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা খ্রিষ্টানপল্লি পরিদর্শন করেছেন। সার্বক্ষণিক পুলিশি নজরদারি রয়েছে।
খ্রিষ্টানসমাজ কমিটির নেতা স্বপন গোমেজ বলেন, আজ রাত ১০টায় কেক কাটার পর পুরোহিত মানিক গোমেজের নেতৃত্বে শুরু হবে প্রার্থনা। দেশ ও জাতিসহ বিশ্বশান্তির জন্য স্রষ্টার নিকট আমরা সম্মিলিত প্রার্থনা করব। এ ছাড়া সন্ধ্যায় পল্লির নিজ নিজ বাসাবাড়িতে আলোকসজ্জা করা হবে।

