বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে বৃহস্পতিবার ভোররাত থেকে উপকূলীয় জেলা বরগুনায় মেঘলা আবহাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা বাতাসে শীতও বেড়ে যাচ্ছে। নদী আর সাগর উত্তাল থাকায় মাছ ধরার ছোট ট্রলার আর নৌকা নিরাপদ আশ্রয় অবস্থান করছে। নদ- নদীতে জোয়ারের পানি স্বাভাবিক রয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘মিধিলি’।