ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনায় জলোচ্ছ্বাসে জেলা শহরসহ উপকূলীয় অনেক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এতে ঘুমহীন রাত কেটেছে উপকূলের বাসিন্দাদের।
বরগুনায় ঝোড়ো বাতাস বয়ে যায়। তাণ্ডবে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পরে। ঝড়ের তীব্রতা বাড়তে থাকায় গভীর রাতে শত-শত মানুষ আশ্রয় কেন্দ্র ছুটে যান।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় নদীতে জোয়ার থাকার কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে সাত ফুট উচ্চতায় জোয়ার প্রবাহিত হয়। যা জলোচ্ছ্বাসে পরিণত হয়। এসব অঞ্চলের নিম্নাঞ্চল পাঁচ থেকে সাত ফুট জোয়ারের পানিতে নিমজ্জিত হয়েছে।