বরগুনায় জানালার গ্রিল ভেঙে বসতঘরে প্রবেশ করে বিলকিস বেগম (৫৬) নামের এক বিধবাকে হত্যা করে মূল্যাবন স্বর্ণালংকার ও মোবাইলসহ মালামাল লুট করেছে ডাকাতরা। জেলার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া বাজার সংলগ্ন মাছুয়াখালী গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে ঘরের সামনের অংশে থাকা ভাড়াটিয়া আ. রহমান জুয়েলের স্ত্রী দেখতে পান ঘরের দরজা খোলা, মালামাল এলোমেলো, আলমারি খোলা এবং বিলকিস বেগম বিছানায় পড়ে আছেন। বেতাগী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বিলকিস বেগমের স্বামী আ. মান্নান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্মরত অবস্থায় মারা যান। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ঢাকায় ছেলেদের কাছে থাকতেন বিলকিস বেগম। বুধবার গ্রামে আসেন সেখানে ঈদে কোরবানি দেবেন বলে।