বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ পালন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় কমিটির আহ্বায়ক প্রফেসর (অব.) মোস্তফা জামান।
সমাবেশ শেষে বরগুনার জেলা প্রশাসকের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।