বরগুনার বনবিভাগ এবং প্রশিকার যৌথ উদ্দোগে আজ সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বনকেন্দ্রিক বনবিভাগের উপকারভোগীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুুষ্ঠিত হয়। প্রশিকার সুফল প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিকার সমন্বয়কারী শাহিন হাওলাদারের সঞ্চলনায় প্রশিক্ষণের উদ্ভোধন করেন বনবিভাগের রেঞ্জার মতিয়ার রহমান।
প্রশিক্ষণ উদ্ভাধনী পর্বে আলোচনা করেন সমবায় বিভাগের জেলা সমন্ময়কারী মোঃ রাসেদ, মৎস্য বিভাগের প্রতিনিধি নাজমুল সাকিব, প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি, মোঃ আবু হানিফ, বনবিভাগের বিট কর্মকর্তা সুভাষ চন্দ্র রায়। প্রশিক্ষণে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এবং নলটোনা ইউনিয়নের পদ্মা গ্রামের ১২০ জন উপকারভোগী অংশগ্রহণ করেন।