বরগুনায় টিটু হত্যা মামলার আসামিকে কুপিয়ে জখম

0

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নে ইউপি সদস্য টিটু হত্যা মামলার অন্যতম আসামি ফিরোজকে (৩৮) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আজ সন্ধ্যায় সরিষামুড়ী ইউনিয়ন পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে। 

ফিরোজ এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের কর্মী। সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফের কর্মী ও ২০২১ সালে ইউপি সদস্য টিটু হত্যা মামলার অন্যতম আসামি এই ফিরোজ। এসময় হামলাকারীদের ফেরাতে এলে ফিরোজের ভাই মজনু মৃধার স্ত্রী নাজমা বেগমকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় ফিরোজকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে ফিরোজ ও নাজমাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here