বরগুনায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার র্যালি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে র্যালি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. দীন ইসলাম খান, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদার, আইডিবির সভাপতি প্রকৌশলী নিজাম উদ্দিন, শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন আহমেদ।
র্যালি শহর প্রদক্ষিণ করে নৌ-বন্দরে এসে শেষ হয়। বেলা সাড়ে ১১টায় বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।