বরগুনা জেলা শহরসহ উপজেলা পর্যায়ে শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, হামত- নাত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (স.) আজ উদযাপন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন, শিশু একাডেমি এবং সিরাত একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোয়রুল হক, আলহাজ্জ্ব আঃ রশিদ, আঃ মোতালেব মৃধা, মাওলানা আলতাব হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়।
জেলা সদর ছাড়াও উপজেলা সমূহে শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করা হয়।