বরগুনায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন

0

বরগুনার তালতলীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৩ উপলক্ষে বুড়ীশ্বর, বিশখালী, খাকদন নদীর দখল ও দূষণ প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বুড়িশ্বর নদী সংলগ্ন তেঁতুলবাড়িয়া লঞ্চঘাটে ওয়াটারকিপার্স বাংলাদেশ তালতলী শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সংশ্লিষ্ট সকলকে বুড়িশ্বর নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত এবং বিষমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে জেলার অন্যতম দুটি নদী বিষখালী ও খাকদনে প্রতিদিন বর্জ্য ফেলে পানি দূষণের পাশাপাশি নদী ভরাট করে গড়ে ওঠা অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীর স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখতে প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here