কক্সবাজারের উখিয়ায় বনবিট কর্মকর্তা নিহতের ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উখিয়ার থানা পুলিশের একটি টিম চট্টগ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা বন কর্মকর্তা সাজ্জাদ হত্যার প্রধান আসামি বাপ্পিকে গ্রেফতার করে।
সোমবার ভোররাতে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
তিনি বলেন, আমরা বন কর্মকর্তা সাজ্জাদ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে সোমবার সন্ধ্যা নাগাদ কক্সবাজার নিয়ে আসা হবে। এর মধ্যে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে অন্য সহযোগীদের বিষয়ে জানার চেষ্টা চলছে।