বন্যায় প্লাবিত হয়েছে ইতালির মিলানের একাধিক জেলা। মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টিপাত ও ভোরে ঝড়ের কারণে এ বন্যার সৃষ্টি হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে গারিবাল্ডি ট্রেন স্টেশন, যা অঞ্চলটির একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র।
এএসএসএ নিউজ এজেন্সি অনুসারে, মিলানের নিকটবর্তী মেডিগ্লিয়ায় ঝড়ো হাওয়ায় আটকে পড়া একজন নারী ও তার দুই সন্তানকে উদ্ধার করেছে দমকলকর্মীরা। সূত্র: সিএনএন, ইউরো নিউজ