বন্ধ হয়ে যাচ্ছে মেসেঞ্জার লাইট

0

মোবাইল ডাটা ও স্টোরেজ বাঁচাতে ২০১৬ সালে মেসেঞ্জোর লাইট চালু করে মালিকানা প্রতিষ্ঠান মেটা। সাধারণ মেসেঞ্জার ব্যবহারে বেশি ইন্টারনেট বা ডাটা ব্যবহারের যে সমস্য ছিল লাইট ভার্সন সেখান থেকে ব্যবহারকারীদের মুক্তি দিয়েছে। তবে শিগগিরই হয়তো অ্যাপটি বন্ধ করে দেয়া হতে পারে। সেপ্টেম্বর নাগাদ অ্যাপটির কার্যক্রম বন্ধ করে দেয়া হতে পারে বলে সূত্রে জানা গেছে।

কী কারণে অ্যান্ড্রয়েড প্লাটফর্ম থেকে মেসেঞ্জার লাইট সরিয়ে দেয়া হবে সে বিষয়ে মেটার কাছ থেকে কিছু জানা যায়নি। কোম্পানির কাছ থেকে মেসেজ পাওয়ার দাবিতে কয়েকজন ব্যবহারকারী জানান, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সার্বিক কার্যক্রম ও লাইট অ্যাপ সরিয়ে নেয়ার বিষয়ে জানিয়েছে মেটা। অনলাইনে মেটার এ সিদ্ধান্তর বিষয়ে তুমুল সমালোচনা হচ্ছে। অনেক ব্যবহারকারীর মতে, এটি কোম্পানির ইতিবাচক কোনো উদ্যোগ না।

২০১৬ সালের অক্টোবরে উন্মোচনের পর মেসেঞ্জার লাইট অনলাইন প্লাটফর্মে ভালো সাড়া পেয়েছিল। প্রথমত এটি দুর্বল ইন্টারনেট সংযোগ থাকলে পরিবার-পরিজনের সঙ্গে যুক্ত হওয়ার সুবিধা দিত, এছাড়া পুরনো স্মার্টফোনে অ্যাপটি ব্যবহার করা যেত। অ্যাপলের ফোনের জন্যও মেসেঞ্জার লাইট চালু করা হয়েছিল। কিন্তু ২০২০ সালে মেটা সেটি বন্ধ করে দেয়।

স্মার্টফোনের ডেটা বিশ্লেষক কোম্পানি ডেটাডটএআইয়ের পরিসংখ্যান বলছে, পুরো বিশ্বে এই অ্যাপ প্রায় ৭৬ কোটিবার ডাউনলোড হয়েছে। এর মধ্যে ভারতে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে। এর পরেই রয়েছে ব্রাজিল ও ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্র এই তালিকায় রয়েছে ৮ নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here