বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণের

0

 বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে নারায়ণগঞ্জে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক তরুণ। নিহত মুরাদ মৃধা (২২) রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। মোহাম্মদপুরে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

পুলিশ ও পরিবার জানিয়েছে, সোমবার সকালে সাদিক এক বন্ধুর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে নারায়ণগঞ্জে যান। বিকাল সোয়া পাঁচটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বান্টি গ্রামের সামনে তার মোটরসাইকেলে বাস ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সাদিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তার মৃত্যু হয়।

এক ভাই ও এক বোনের মধ্যে মুরাদ ছিলেন বড়। তার বাবা মনির মৃধা মোহাম্মদপুর কৃষি মার্কেটে কাজ করেন। বাড়ি পটুয়াখালী সদর উপজেলার গাবুয়া গ্রামে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সাদিকের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here