বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

0

মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদীতে পাঁচ বন্ধু মিলে গোসল করতে নেমে নাইমুর রহমান শুভ (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আছমত আলী খান সেতুর পাশে আড়িয়াল খাঁর নদীতে এই ঘটনা ঘটে। ওই যুবকের বাড়ি রাজশাহী। তিনি মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজির ছাত্র। নিখোঁজের পরপরই মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। 

সিনিয়র স্টেশন অফিসার নুরুল মুহাম্মদ বলেন, পাঁচ বন্ধু মিলে নদীতে গোসল করতে যায়। তারা একসাথে ডুব দিলে চারজন জেগে উঠলেও একজন জেগে উঠতে পারেনি। আমাদের ডুবুরিদল উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here