বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেফতার ১

0

তুচ্ছ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা করেছে আরেক বন্ধু। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই খুনী বন্ধু রাজু (২২)কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের গাছতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রাজু পৌর এলাকার ভাদুঘরের সাঈদ মিয়ার ছেলে। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ১০টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় রনি ঢালিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার বন্ধু রাজু। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রনি মারা যায়। নিহত রনি পৌর শহরের ভাদুঘর এলাকার মানিক ঢালীর ছেলে। পুলিশ সূত্রে আরো জানা যায়, শনিবার বিকেলে রনি বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে রনি তার বন্ধু ভাদুঘর এলাকার রাজুর সঙ্গে বিয়াল্লিশ্বর এলাকায় একটি নির্জন কাঠ বাগানের পাশে মসজিদের কোনায় অবস্থান করছিল। এরই মধ্যে কোনো একটি বিষয় নিয়ে রনিকে ছুরিকাঘাত করে রাজু পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here