কৃষ্ণ সাগরের বন্দরগুলোতে আটকা পড়া পণ্যবাহী জাহাজগুলোকে ছেড়ে দেওয়ার জন্য কৃষ্ণ সাগরে একটি ‘মানবিক করিডোর’ চালুর ঘোষণা দিয়েছে ইউক্রেন।
শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন এই মানবিক করিডোর ঘোষণার মধ্যদিয়ে প্রাথমিকভাবে মূলত বন্দরগুলোতে সেই ২০২২ সালের ফেব্রুয়ারিতে আগ্রাসনের শুরু থেকে আটকা পড়ে থাকা কন্টেইনার জাহাজগুলো চলাচলের ব্যবস্থা করলো।
ইউক্রেইনের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, জাহাজ চলাচলের জন্য মানবিক করিডোর চালুর প্রস্তাব ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-কে সরাসরি দিয়েছিল ইউক্রেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের কর্নোমোরোস্ক, ওদেসা, পিভদেনি বন্দরে আটকা পড়ে থাকা বেসামরিক জাহাজগুলো চলাচলের জন্য প্রাথমিকভাবে এই মানবিক করিডোর চালু করা হচ্ছে।
কৃষ্ণ সাগরে মাইন এবং রাশিয়ার কাছ থেকে সামরিক হুমকির ঝুঁকি আছে বলেও বিবৃতিতে জানানো হয়।
এদিকে, গত বছর হওয়া শস্য রপ্তানি চুক্তির আওতায় পড়ে না এসব জাহাজ। তবে জাহাজগুলোর জন্য নতুন করে সাগরের পথ খুলে দেওয়ার ইউক্রেনের এই উদ্যোগও এক অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। কারণ রাশিয়া গত মাসে চুক্তি থেকে সরে যাওয়ার পর কার্যত বারবার বাধা সৃষ্টির চেষ্টা করছে।
সূত্র : আল-জাজিরা।