বডি বিল্ডিংয়ের টিপস নিতে সালমানের শরণাপন্ন হয়েছিলেন হৃত্বিক

0

বলিউডের সফল অভিনেতা হৃত্বিক রোশন। তিনি অভিষেক সিনেমা ‘কাহো না প্যায়ার হ্যায়’র মধ্য দিয়েই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। যদিও বড় পর্দায় নিজেকে আত্মপ্রকাশের ক্ষেত্রে প্রস্তুতিতে কোন কার্পণ্য করেননি এই অভিনেতা। যে কারণে নিজের প্রথম ছবির জন্য বডি বিল্ডিংয়ের টিপস নিতে বলিউড ভাইজান সালমান খানের শরণাপন্ন হয়েছিলেন হৃত্বিক।

সম্প্রতি বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন হৃত্বিক। তিনি বলেছেন, ‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবির দ্বৈত চরিত্র রোহিত এবং রাজের চরিত্রে অভিনয়ের জন্য গান, নাচ ও অভিনয়ের আলাদা ক্লাস নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, রোহিত ও রাজ দু’টি আলাদা চরিত্র হওয়ায় তিনি পর্দায় দুটি চরিত্রকেই আলাদা ভাবেই ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। যেটি শুধু মাত্র অভিনয় দিয়ে নয় বরং শারিরীক অবোকাঠামোগত দিক থেকেও।

আমি তাকে ফোন করি এবং বডি বিল্ডিংয়ে বিষয়ে টিপস নেই, বলে জানান হৃত্বিক। তিনি আরো বলেন, আমার শুধু এটা মনে হয়েছিল সেসময় সেরা তারকা কে ছিলেন এবং আমার মনে হয়েছিল সালমান খানই সেটি। একই সঙ্গে বডি বিল্ডিংয়েও তিনি সেরা বলে আমার ধারণা ছিল, তাইতো আমি তাকে ফোন করে এ বিষয়ে টিপস নেই। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here