বড় সুখবর পেলেন নেইমার

0

বড় সুখবর পেলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। পরিবেশ সুরক্ষা আইন ভঙ্গ করে নিজের বাড়িতে লেক বানানোয় ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল তাকে। নেইমারের সেই জরিমানা মওকুফ করেছে ব্রাজিলের আদালত। 

সংবাদ সংস্থা এএফপিকে বিচারক আদ্রিয়ানা রামোস ডি মেলো জানিয়েছেন, আদালতের রুল হাতে পেয়েছে তারা। নিজের বাড়িতে নেইমারের লেক বানানোর জন্য কোনো পরিবেশ বিষয়ক লাইসেন্সের দরকার নেই। 

ব্রাজিলের শহর রিও ডি জেনেরিও থেকে ১৩০ কিলোমিটার দূরে পর্যটন এলাকা মানগারাতিবায় ২০১৬ সালে প্রায় ১০ হাজার বর্গমিটার আয়তনের বাড়িটি কিনেছিলেন নেইমার। ওই বাড়িতে হেলিকপ্টার, স্পা ও জিম রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here