বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা

0

বিরতি কাটিয়ে ফের বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। শোনা যাচ্ছে, আমির খানের প্রযোজনায় ‘লাহোর ১৯৪৭’ শিরোনামের সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন প্রীতি। নব্বইয়ের দশকের শেষ থেকে নতুন দশকের শুরুর দিকে বলিউডের জনপ্রিয় ও প্রথম সারির নায়িকাদের মধ্যে ছিলেন প্রীতি জিনতা। সানি দেওলের সঙ্গেও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন প্রীতি।

‘দ্য হিরো : লাভ  স্টোরি অব এ স্পাই’ ছিল সানি ও প্রীতি জুটির অন্যতম হিট চলচ্চিত্র। এছাড়া রয়েছে ‘ফার্জ’ এবং ‘ভাইয়াজি সুপারহিট’র মতো সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন দু’জন। একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, বুধবার লুক টেস্ট করতে গিয়েছিলেন প্রীতি। এদিন প্যাস্টেল গোলাপি সালোয়ার স্যুট পরিহিত প্রীতিকে স্টুডিও থেকে বের হতে দেখা যায়। এর পর থেকেই তীব্র গুঞ্জন চলছে যে সানি দেওলের সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুত অভিনেত্রী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here