‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল নিলয়ের নাটক

0

ইউটিউবে ৮ বছর ধরে বাংলা নাটকের ভিউয়ে শীর্ষে ছিল ‘বড় ছেলে’। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটকটি প্রচারের পর থেকেই ভাইরাল। দর্শকের অব্যাহত আগ্রহের কারণে নাটকটির ভিউ বেড়েই চলেছে। অবশেষে আট বছর আগের সেই নাটকের রেকর্ড ভেঙে দিল নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’। বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে রয়েছে।

‘বড় ছেলে’র ভিউ ৫ কোটি ৪১ লাখ। সেখানে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটির ভিউ ২ লাখ বেশি, ৫ কোটি ৪৩ লাখ। গত বছরের এপ্রিলে নাটকটি প্রচারিত হয়। মাত্র এক বছরেই নাটকটি ভিউয়ে শীর্ষে চলে আসে। 

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে দেখানো হয়েছে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ ও ধনী পরিবারের মেয়ে রিয়ার প্রেমের গল্প। চরিত্র দুটিতে ছিলেন অপূর্ব ও মেহজাবীন। গল্পে দেখা যায়, রাশেদের বাবা একজন স্কুলশিক্ষক। সে অবসরে যাচ্ছে। তখন পরিবারের হাল ধরে বড় ছেলে। কিন্তু কোনো চাকরিই সে খুঁজে পায় না। অন্যদিকে রিয়াকে পরিবার থেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। বাস্তবতার কাছে হেরে যায় ভালোবাসা।

অন্যদিকে, মহিন খান পরিচালনায় শ্বশুরবাড়িতে ঈদকেন্দ্রিক নানা ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকের গল্প। বিয়ের পর দূরে থাকলেও এবার শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামাই। দেখা যায়, শ্বশুর কিপটে। যে ঈদে ফিতরা-জাকাত ইত্যাদি দিতে চায় না। সেগুলো নিয়ে সোচ্চার হয় জামাই। নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ জন্যই এটি দর্শক পছন্দ করেছেন বলে জানালেন নাটকের পরিচালক মহিন খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here