বড়শিতে ধরা পড়ল ২৭ কেজির কোরাল

0

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বড়শিতে ২৭ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার ট্রানজিট জেটিঘাটে শনিবার দুপুরে বড়শি দিয়ে মাছটি ধরেন মোহাম্মদ কাদের নামের এক জেলে।

মাছটি পৌরসভার বাসস্টেশনের মাছ বাজারে নিয়ে যান মোহাম্মদ কাদের। সেখানে ২৫ হাজার টাকায় মাছটি কিনে নেন টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়ার ব্যবসায়ী শাহ জালাল।

মাছ ব্যবসায়ী শাহ জালাল বলেন, ২৭ কেজি ওজনের কোরাল মাছটি ২৫ হাজার টাকায় তিনি ক্রয় করেছেন। মাছটি কেটে বিক্রি করবেন। ভালো দামের আশায় মাছটি বরফ দিয়ে একটি ঝুড়িতে রেখেছেন। প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি করতে চান। সন্ধ্যায় পর মাছটি বিক্রির জন্য বাসস্টেশন বাজারে আনা হবে।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। এই মাছ সাধারণত ৩০-৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এমন বড় কোরাল পাওয়া যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here