বটি দিয়ে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

0

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমানকে মাছকাটার বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার দিবাগত রাত দশটার দিকে পায়রাবন্দ বাজারের নিজের ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তিনি হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মেসি বন্ধ করার মুহূর্তেই পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় সদরপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে হারুন তার ভাই মাছব্যবসায়ী হাকিম আলীর দোকানের মাছ কাটার বটি দিয়ে চেয়ারম্যানের গলায় কোপ দেয়। তাৎক্ষণিকভাবেই রাস্তায় পড়ে যান চেয়ারম্যান মাহবুবুর রহমান। পরে গুরুতর আহত অবস্থায় চেয়ারম্যানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে হামলার খবরে তাৎক্ষণিক পায়রাবন্দ বাজারে আসে মিঠাপুকুর রংপুর পীরগঞ্জের এএসপি ডি সার্কেল আবুল হাসান, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here