শীতের কুয়াশা কাটিয়ে বেড়েছে সূর্যের তাপ। একইসঙ্গে বাড়ছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বর্ধিত ৫ দিনের পূর্বাভাস বলছে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন এলাকায়।
আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।
আগামী ৭২ ঘণ্টাই এমন আবহাওয়া থাকতে পারে।
তবে বর্ধিত ৫ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।