রাঙামাটির রাজস্থলীতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম- সাজেউ খিয়াং (৪৮)। রবিবার বিকালে ৫টার দিকে রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ধনুছড়ি পাড়া গ্রামের এঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় হঠাৎ ঝড় হওয়া বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় ঘরের বাইরে কাজ করছিল সাজেউ খিয়াং। কাজ ছেড়ে বৃষ্টি দেখে বাসায় আসছিল তিনি। পরে হঠাৎ বজ্রপাতের শিকার হয়। মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে দ্রুত ছুটে যায় স্থানীয় এলাকায়াসি ও পরিবারের সদস্যরা। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।