বছরের সেরা ফুটবলারের তালিকায় মেসিকে পেছনে ফেললেন লাউতারো

0
বছরের সেরা ফুটবলারের তালিকায় মেসিকে পেছনে ফেললেন লাউতারো

ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপের ড্রসহ নানা আলোচনায় মুখর ছিল এবারের ফুটবল বিশ্ব। এর মধ্যে আগামী বছরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ঘিরে চলছে নানা আলোচনা। 

সেই ধারাবাহিকতায় ব্রিটিশ সংবাদমাধ্যম চলতি বছরের সেরা ১০০ পুরুষ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষস্থান দখল করেছেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। ব্যালন ডি’অর ও ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর এই র‌্যাংকিংয়েও তিনি প্রথম হয়েছেন।

দ্বিতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল এবং তৃতীয় স্থানে পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়া। শীর্ষ দশে আরও আছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন, এরলিং হালান্ড, আশরাফ হাকিমি, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ ও পেদ্রি।

সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে লিওনেল মেসির অবস্থান। আর্জেন্টাইন মহাতারকা এবার তালিকায় ৩৪তম। গত কয়েক বছর ধরেই তার অবস্থান কমে আসছে। এর আগে ২০২২ সালে প্রথম, ২০২৩ সালে দশম এবং ২০২৪ সালে ২৭তম ছিলেন তিনি। তবে ইন্টার মায়ামির হয়ে এমএলএস শিরোপা জেতা ও টানা দ্বিতীয়বার লিগের সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি এই অবস্থান পেয়েছেন। সংবাদমাধ্যমটির মতে, এটি খ্যাতির মাধ্যমে নয়, বরং মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে

২০২৫ সালে তালিকায় সেরা আর্জেন্টাইন ফুটবলার হিসেবে দ্বিতীয় বছর টানা জায়গা করে নিয়েছেন লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের এই ফরোয়ার্ড রয়েছেন ২০তম স্থানে। তার পর আছেন হুলিয়ান আলভারেজ (২৫), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (৩৫), এনজো ফার্নান্দেজ (৪৭), গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ (৭৮) এবং তরুণ নিকো পাস (৮৬)।

অন্যদিকে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থান আরও নেমে গেছে। তিনি এবার আছেন ৫১তম স্থানে। টানা কয়েক বছর ধরে সেরা দশের বাইরে রয়ে গেলেন। এই তালিকা তৈরিতে ভোট দেন সাবেক ফুটবলার, কোচ ও সাংবাদিক মিলিয়ে ২১৯ জন বিচারক। প্রত্যেকে ৪০ জন খেলোয়াড় বেছে নিয়ে পয়েন্ট প্রদান করেন। সমান পয়েন্ট হলে ব্যক্তিগত ভোটসংখ্যা ও সর্বোচ্চ প্রাপ্ত ভোটকে টাইব্রেকার হিসেবে ধরা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here