বছরের শুরুতেই সুখবর দিলেন অধরা খান

0
বছরের শুরুতেই সুখবর দিলেন অধরা খান

কানাডার টরন্টোতে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অধরা খান। টরন্টোতে স্টেজ শোয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে নিয়মিত কাজ করছেন তিনি। নতুন বছরের শুরুতেই কানাডা থেকেই ভক্তদের জোড়া সুখবর দিলেন এই নায়িকা।

নতুন বছরে ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি ব্যতিক্রমী আন্তর্জাতিক প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন অধরা। পাশাপাশি ইউরোপে শুটিংয়ের জন্য নতুন একটি সিনেমার প্রস্তুতিও সম্পন্ন করেছেন তিনি।

অধরা বলেন, ‘ফোর্টি এইট আওয়ার্স’ একটি চ্যালেঞ্জিং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রজেক্ট। এখানে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গল্প লেখা থেকে শুরু করে শুটিং ও সম্পাদনার পুরো কাজ শেষ করতে হয়। এ ধরনের অভিজ্ঞতা একজন শিল্পী হিসেবে আমাকে আরও পরিণত করবে। আন্তর্জাতিক পরিসরে কাজ করার সুযোগ আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে।

ইউরোপে নতুন কাজের শুটিং শুধু আন্তর্জাতিক প্রজেক্ট নয়, দেশীয় সিনেমার দর্শকদের জন্যও সুখবর রেখেছেন অধরা। দেশে ফিরেই নতুন তিনটি সিনেমার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে তার। এর মধ্যে একটি সিনেমা মোটামুটি চূড়ান্ত, যার শুটিং হবে ইউরোপের বিভিন্ন লোকেশনে।

তিনি আরও বলেন, ‘তিনটি সিনেমার মধ্যে একটির শুটিং ইউরোপে হবে। সহশিল্পী ও গল্পের বিস্তারিত এখনই জানাচ্ছি না, তবে কাজটি চূড়ান্ত। খুব শিগগিরই দেশে ফিরে শুটিংয়ে যোগ দেব।’

এদিকে, অধরা খানের অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। একটি সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’ এবং অন্যটি জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। দেশ ছাড়ার আগেই তিনি এই দুই সিনেমার ডাবিংসহ আনুষঙ্গিক সব কাজ শেষ করে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here