বছরের প্রথম ম্যাচ খেলতে ইন্টার মায়ামি দলে যোগ দিলেন মেসি

0

ইন্টার মায়ামি প্রায় দুই মাস আগে নিজেদের শেষ ম্যাচ খেলেছে। ফলে ১১ নভেম্বরের পর থেকেই লম্বা সময়ের বিরতিতে আছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজরা। বছর শেষের এই ছুটি পরিবার নিয়ে জন্মভূমি রোজারিওতে কাটিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এমনকি শৈশবের বন্ধুদের সঙ্গে থাকতে মেসি যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার’-ও নিতে যাননি। এবার বছরের প্রথম ম্যাচ খেলতে মায়ামির স্কোয়াডে যুক্ত হয়েছেন তিনি।

নতুন কোচের অধীনেই বছর শুরু করতে যাচ্ছে ফ্লোরিডার ক্লাবটি। নভেম্বরের শেষদিকে ইন্টার মায়ামির কোচের দায়িত্ব নিয়েছেন মেসির সাবেক সতীর্থ ও আলবিসেলেস্তে ডিফেন্ডার হ্যাভিয়ের মাশ্চেরানো। ফলে দুজনের সম্পর্কও এখন গুরু-শিষ্যে রূপ নিতে যাচ্ছে। বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ মাশ্চেরানোর অধীনে মেসি–সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসরা প্রথম ম্যাচ খেলবে আগামী ১৯ জানুয়ারি। 

ইতোমধ্যে সেই ম্যাচের আগে মায়ামির স্কোয়াডে ‍যুক্ত হয়েছেন মেসিরা। তারা বছর শুরু করবেন প্রাক-মৌসুম সূচিতে থাকা প্রীতি ম্যাচ দিয়ে। ক্লাব আমেরিকার সঙ্গে মায়ামির ম্যাচটি হবে মাশ্চেরানোর প্রথম কোনো সিনিয়র দলকে কোচিংয়ের অভিজ্ঞতা। তার অধীনে এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল সর্বশেষ প্যারিস অলিম্পিকে খেলেছিল। সেখানে মাশ্চেরানো মেসিকে খেলানোর ইচ্ছাপ্রকাশ করলেও, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় আর্জেন্টাইন অধিনায়ক নিজেকে সরিয়ে নেন।

মেসিরা এখনই যোগ দিলেও, মাশ্চেরানো মায়ামির কোচিং শুরু করবেন ১৩ জানুয়ারি। ফুটবলারদের ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টি তাদের ছবি দিয়ে জানান দিয়েছে আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। আসন্ন ম্যাচকে তারা ‘সেলেব্রেশন ম্যাচ’ নাম দিয়েছে। মেক্সিকান ক্লাব চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড এলেভেনের ৩০তম বর্ষপূর্তি হিসেবে খেলবে মায়ামি ও ক্লাব আমেরিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here