বচ্চন পরিবারকে বয়কটের ডাক

0
বচ্চন পরিবারকে বয়কটের ডাক

ক্যামেরা দেখলেই চটে যান বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। বেশ কয়েকবারই তার রোষানলে পড়েছেন আলোকচিত্রীরা। এবার পাপারাজ্জি ও সাংবাদিকদের উদ্দেশে ‘আপত্তিকর’ মন্তব্যে বয়কটের ডাক পড়ল পুরো বচ্চন পরিবারের বিরুদ্ধে।

সম্প্রতি ‘উই দ্য ওম্যান’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি পাপারাজ্জিদের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে চারটে মোবাইল, ক্যামেরা। এরা কারা? এদের কি কোনো শিক্ষাগত যোগ্যতা রয়েছে? 

তিনি আরও বলেন, সাংবাদিকতা মানে তারকাদের সমাবেশে ফোন হাতে পৌঁছে যাওয়া নয়। হাতে ক্যামেরা থাকলেই নিজেদের সাংবাদিক বলা যায় না। এর জন্য পড়াশোনার প্রয়োজন।

অভিনেত্রীর এমন ‘আপত্তিকর’ শব্দচয়নে নাখোশ আলোকচিত্রীরা। ভারতীয় গণমাধ্যমকে তারা বলেন, অমিতাভ বচ্চন প্রতি রোববার জলসার বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করলে মূলধারার সংবাদমাধ্যম সে খবর না দেখালেও আমরা ঠিকই পৌঁছে যাই।

তাদের অভিযোগ, জয়া বচ্চন ‘প্যাপস’ বলে যাদের আক্রমণ করেছেন, সেই তালিকায় ইউটিউবার, ভ্লগার ও অনুরাগীরাও রয়েছেন। তাদের কথায়, কাউকে এতটাও খারাপভাবে বলা উচিত নয়। তাই আত্মসম্মান বজায় রাখতে নিজেদের সহকর্মীদের প্রতি তারা বচ্চন পরিবারকে বয়কট করার আহ্বান জানিয়েছেন।

যদিও এসবের ধার ধারেন না জয়া বচ্চন। সম্প্রতি বিয়েকে ‘পুরোনা ধারণা’ বলে ফের বিতর্ক উসকে দিয়েছেন তিনি। এমনকি নাতনি নভ্যা নাভেলিকে বিয়ে না করারও পরামর্শ দিয়েছেন বিগ বি ঘরনি।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here