এই সময়ের আলোচিত ও দর্শক নন্দিত নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি নিয়ে এসেছেন তার প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’। দেশের সর্ববৃহৎ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে গতকাল সন্ধ্যা ৭ টায় মুক্তি পেলো এই ছবি।
বর্তমান সময় ও সমাজের এক বাস্তব গল্প নিয়ে নির্মিত এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এছাড়া অন্যান্য চরিত্রে আছেন প্রতিভাবান অভিনেত্রী রুনা খান, প্রথিতযশা অভিনেতা তারিক আনাম খান, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, শ্বাশত দত্ত, সুমন পাটোয়ারি, শিমুল শর্মা, লামীমা লাম, ইশরাত জাহিন আহমেদ এবং জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।
ওয়েব ফিল্মটিতে নির্মাতা অমি অনেকগুলো ছোট-ছোট গল্প বলার চেষ্টা করেছেন, যা পরবর্তীতে একই কেন্দ্রবিন্দুতে মিলিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই গল্পটিতে নির্মাতা অমি’র যেই মুন্সিয়ানা, সেই কমেডিরও কোনো কমতি নেই। ফিল্মটি দেখে কখনও কখনও চোখের পাতা ভিজে উঠলেও নির্মল আনন্দে বারবার হেসে উঠতে বাধ্য হবেন দর্শক।
অসময় নিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, অসময় কোনো নির্দিষ্ট মানুষের গল্প না। এটি আমাদের এখনকার সময়ের একটি আখ্যান। ফিল্মটিতে আমরা সেই সময়কেই তুলে ধরার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ফিল্মটি অবশেষে রিলিজ হয়েছে এবং খুব ভালো সাড়া পাচ্ছি। আশা করছি যারা এখনও দেখেননি, তাদেরও ফিল্মটি দেখার পরে ভালো লাগবে।
অসময়-এ মূখ্য ভূমিকায় অভিনয় করা তাসনিয়া ফারিণ বলেন, অমি ভাই আমাকে প্রথম নাটকে কাজ দিয়েছিলেন। তার সাথে কাজ করা বরাবরই খুব আনন্দের। অসময়-এ আমরা সবাই খুব ভালোভাবে আর ডেডিকেটেডলি কাজ করার চেষ্টা করেছি। আশা করি, সবারই মুভিটা ভালো লাগবে!
ওয়েব ফিল্মটির প্রযোজক ও বঙ্গ-এর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, অসময় ওয়েব ফিল্মটা আমরা অনেক সময় নিয়ে খুব যত্ন করে বানানোর চেষ্টা করেছি। এটা অমি’র প্রথম ওয়েব ফিল্ম হলেও সে দর্শক ধরে রাখার মতো সব উপকরণই বেশ দক্ষতার সাথে ব্যবহার করেছে। আশা করছি দর্শকরা আমাদের আগের ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এর মতো এই ওয়েব ফিল্ম অসময়-কেও সমানভাবে আপন করে নেবেন।