বঙ্গোপসাগর থেকে ভাসমান শকুন উদ্ধার

0

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভাসমান অবস্থায় অসুস্থ একটি শকুন উদ্ধার করেছে জেলেরা। গত ৩০ জানুয়ারি জেলেরা বঙ্গোপসাগরে ভাসমান শকুনটিকে উদ্ধার করে ট্রলারেই রেখে খাবার খাইয়ে সুস্থ রাখেন।   

মঙ্গলবার সকালে শকুনটিকে ট্রলারের মাঝি দেলোয়ার হোসেন পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করেন। 

হরিণঘাটা বনবিভাগের বিট কর্মকর্তা আবদুল হাই বলেন, জেলেরা একটি শকুন আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা জানায়, শকুনটি অসুস্থ অবস্থায় সাগর থেকে উদ্ধার করা হয়েছে। পরীক্ষা করে সুস্থ থাকলে বনে অবমুক্ত করা হবে। একটা সময় সুন্দরবন সংলগ্ন পাথরঘাটার উপকূলেও দেখা মিলত শকুন। গত কয়েক বছর ধরে একেবারেই শূন্যের কোটায়।

পরিবেশকর্মী, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, অতিমাত্রায় কৃষিতে কীটনাশক,  পোকামাকড় জাতীয় জীবজন্তু মারার জন্য বিষ মিশ্রিত খাবার প্রয়োগ, জলবায়ু পরিবর্তন, বন উজাড় শকুন বিলুপ্তির অন্যতম কারণ। এছাড়াও মানুষের অত্যাচার তো আছেই। জীব বৈচিত্র্য রক্ষার জন্য সুন্দর পরিবেশ এবং বন সংরক্ষণ দরকার। এ জন্য স্থানীয় সরকার, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃৃক্তের পাশাপাশি রাজনৈতিক দল এবং নেতাদের সদিচ্ছা ও আন্তরিকতা বাড়ানো দরকার বলে তিনি মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here