বঙ্গোপসাগরে অবমুক্ত করা হলো ৬০ কচ্ছপের বাচ্চা

0

কক্সবাজারের হোয়াইক্যং রেঞ্জাধীন মনখালী বিটের ছেপটখালী সংলগ্ন বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে ৬০টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা। রবিবার (৯ এপ্রিল) ১-৩ দিন বয়সের বাচ্চাগুলো সৈকতে অবমুক্ত করা হয়। বিষয়টি জানিয়েছেন হোয়াইক্যং রেঞ্জের মনখালী বিটের বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ।

বিপন্ন প্রায় সামুদ্রিক কাছিম সংরক্ষণে কোডেক-নেচার এন্ড লাইফ প্রকল্পের উদ্যোগে এসব বাচ্চা অবমুক্ত করা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের তত্ত্বাবধায়নে ইউএসআইডির অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত নেচার এন্ড লাইফ প্রকল্পের অধীনে কচ্ছপের হ্যাচারিতে বাচ্চাগুলো ফোটানো হয়। ডিমগুলো ৬০ থেকে ৬৫ দিন হ্যাচারিতে রাখার পর ডিম থেকে বাচ্চা ফুটে। বাচ্চাগুলো সমুদ্রে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন হোয়াইক্যং রেঞ্জের মনখালী বিটের বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ, কোডেক নেচার এন্ড লাইফের সাইট কো-অর্ডিনেটর নজরুল ইসলাম চৌধুরী ও সাইট ফ্যাসিলিটেটর মো. শাহাব উদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here