প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার পেছনের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন হওয়া উচিত, যাতে মানুষ তাদের ঘৃণা করতে পারে।
মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেওয়ার পর এ কথা বলেন তিনি।
এসময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এরপর স্মৃতিস্তম্ভে ফুল দেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও তার অফিসের কর্মকর্তারা।