‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধন

0

বরিশালে বিভাগীয় পর্যায়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। খেলাধুলার মধ্যে থাকলে তরুণ সমাজ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকবে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে খেলাধুলার মান বৃদ্ধি পাবে উদীয়মান খেলোয়ার তৈরি হবে বলে তিনি আশা করেন।  

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করেছে। আজ শুরু হওয়া এই টুর্নামেন্টে বরিশাল বিভাগের ৬ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানারআপ মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ও ঝালকাঠির রাজাপুর ডিগ্রি কলেজ দল পরস্পরের মোকাবেলা করে। 

আগামী ১৩ আগস্ট বিকেলে এই টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here