৭ মার্চ বাঙালি জাতির মুক্তির দলিল শীর্ষক আলোচনা সভার আয়োজন করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: আপেল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মো: ফরিদ আহমেদ নয়ন, জাহেদ হাসান ও দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আবি আবিদ, চিত্রনায়ক অনিক মাহমুদ, নারী উদ্যোক্তা আয়েশা আক্তার প্রমুখ।