কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ড কাপ (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফুটবলে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ভূরুঙ্গামারী ইউনিয়ন ফুটবল একাদশ ও শিলখুড়ি ইউনিয়ন ফুটবল একাদশ।
এতে ভূরুঙ্গামারী ইউনিয়ন ফুটবল একাদশ ৬-০ গোলে শিলখুড়ি ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এরপর বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার বিতরণ করেন ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, ওসি রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম সায়েম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।