নবগঠিত বঙ্গবন্ধু পরিষদ কুয়ালালামপুর মহানগর শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুলাই) সন্ধ্যায় স্থানীয় একটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত বঙ্গবন্ধু পরিষদ কুয়ালালামপুর মহানগর শাখার সভাপতি তোফাজ্জল হোসেন খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার উপদেষ্টা এবং বঙ্গবন্ধু পরিষদ মালয়েশিয়া শাখার সভাপতি প্রফেসর ড. ইমদাদুল হক।
মোহাম্মদ শাহাজাহান কবিরের পবিত্র কোরআন তেলাওয়াত এবং অসীম কুমারের গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ভুঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জোসেফ, শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল , যুবলীগ আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির, আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহাঙ্গীর, কুয়ালালামপুর মহানগর যুগ্ন- সাধারণ সম্পাদক ফারুক শিকদার শান্ত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি- জামায়াত জোট আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং আগামীতে আবারও নৌকার বিজয়ের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কুয়ালালামপুর মহানগর শাখার মো. খোকন মিয়া, মো. শাহাজাহান কবির, মো. রেজাউল করিম, সিরাজ মাদবর, আবু হানিফ, জোনায়েদ হাসান হৃদয়, সাইফুল ইসলাম রিপন, এমরান হোসেন রানা, সালমা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রফেসর ড. ইমদাদুল হক ৬১ বিশিষ্ট নবগঠিত বঙ্গবন্ধু পরিষদ কুয়ালালামপুর মহানগর শাখার সকল সদস্যকে উপস্থিত সকলের সামনে পরিচয় করে দেন।