সিডনির ইংগেলবার্ণের গ্রেগ পার্সিভাল হলে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া বাংলাদেশের স্বাধীনতার ৫৩ তম জয়ন্তী উদযাপন করে। এ উপলক্ষে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, কনসাল জেনারেল শুভেচ্ছা বাণী প্রদান করেন। সংগঠনের সভাপতি ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. প্রদীপ রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল শাখাওয়াৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ড. মাসুদুল হক ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অংশবিশেষ প্রচার করা হয়। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিষদের শিল্পীবৃন্দ সমবেত কণ্ঠে ‘এক সাগরে রক্তের বিনিময়ে’ গান পরিবেশন করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংগঠনের সাধারণ সম্পাদক. ড. প্রদীপ রায়হান।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পি এস চুন্নুর অকাল প্রয়াণে বঙ্গবন্ধু পরিষদের প্রাক্তন সভাপতি ড. রতন কুন্ডু একটি শোক প্রস্তাব পাঠ করে শোনান। সংগঠনের সভাপতি ড. রফিকুল ইসলাম বঙ্গবন্ধু ও বর্তমান বাংলাদেশের ওপর আলোচনা করেন।
প্রধান অতিথি কনসাল জেনারেল শাখাওয়াৎ হোসেন বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও বর্তমানকার ডিজিটাল বাংলাদেশের অভ্যুদয় ও তার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। মালিক সাফি জাকির মূল পরিকল্পনায় ও বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ায় সাংস্কৃতিক সম্পাদক. ফারিয়া নাজিমের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান পরিবেশিত হয়। এতে অংশগ্রহণ করেন, ফারিয়া আহমেদ, নিলুফা ইয়াসমিন, লামিয়া আহমেদ লুনিয়া, সুলতানা নূর ও অন্যান্য শিল্পীবৃন্দ।
বিশেষ আকর্ষণ ছিল তানিম মান্নানের পরিকল্পনার ও গ্রন্থনায় বাংলাদেশ থেকে আগত শিল্পী আশুতোষ সূজন ও ‘জলের গান’ ব্যান্ড এর কনক আদিত্যর অনবদ্য বাউল সংগীত ও লোকগীতি।
অর্পিতা সোম চৌধুরীর নির্দেশনায় দেশের গানের সাথে দুটি নৃত্য পরিবেশন করে মানহা, আয়দা, পরশী, নীড় ও সারিতা। মৌসুমী সাহার নির্দেশনায় নৃত্যাঞ্জলী ড্যান্স একাডেমির বড়দের গ্রুপে মৌসুমী সাহা, রিতিশ্রী বিশ্বাস, ফাল্গুনী দাস ও যুই সেন পাল দেশের গানের সাথে নাচ পরিবেশন করেন। সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি ড. রফিকুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।