জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন ‘ আজকে একটি বিশেষ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন। বঙ্গবন্ধু না জন্মালে আমি কাদের সিদ্দিকী একটা রিক্সাওয়ালা হতাম, না হলে গরুর রাখাল হতাম।’
শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বিশাল জনসভায় তিনি এ মন্তব্য করেন।
নিজের সম্পর্কে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘মুক্তিযুদ্ধ না হলে আমি কোথায় যেতাম কি করতাম জানি না। অনেক মানুষ মুক্তিযুদ্ধের জন্য আমাকে অনেক বড় ভাবেন, অনেক প্রশংসা করেন। আমি বলতে পারি মুক্তিযুদ্ধে আমার কোনো ভূমিকা নাই, কোন অবদান নাই। আমি পাকিস্তানিদের দেখে ভয় পাইনি, পালিয়ে যাইনি এটাই আমার গুণ। এছাড়া আমার আর কোনো গুণ নেই।
ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এটিএম সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেত্রী ইলা আক্তার প্রমুখ।