জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুখি, সমৃদ্ধশালী, উন্নত আত্মমর্যাদাশীল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। যার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, বিএনপি নেতাদের চরিত্র হচ্ছে- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়নের বিরোধিতা করা। আবার সেই উন্নয়নের সুফলও তারা ভোগ করে। বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল সাহেবরা বলেছিল-জোড়া তালি দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে, এই সেতুতে চড়া যাবে না, ভেঙে পড়বে। আর কিছুদিন আগেই দেখলাম খুলনায় মিটিং করতে এই পদ্মা সেতুর ওপর দিয়েই গেছেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বাংলাদেশের আজ এত উন্নয়ন হত না। সকল ক্ষেত্রেই উন্নয়ন বাস্তবে রুপ নিয়েছে। আরেকটি উন্নয়নের মাইলফলক স্পর্শ করেছে শেখ হাসিনা। বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়াল সড়ক) যুগে প্রবেশ করেছে। এতে করে ঢাকায় যানযট নিরসন হবে। শেখ হাসিনা মানে উন্নয়ন। বাংলাদেশকে আর পিছিয়ে যেতে দেবে না। যতই দিন যাচ্ছে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি উন্নয়নকে বাধাগ্রস্থ করতে নানামুখী ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র মেকাবেলা করেই বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের কাছে রোল মডেল হয়ে দাড়িয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান, ভাইস চেয়াম্যান রবিউল ইসলাম সোহাগ, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, ১নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী স্বপনসহ দিনাজপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
একইদিন দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।