আগামীকাল ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কিছুক্ষণ নিরবতা পালন করে কবর জিয়ারত করেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম।
মোনাজাতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং রেস্ট হাউজে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন অধ্যাপক রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন লাইব্রেরিয়ান যুগেন্দ্র নাথ, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির টুঙ্গিপাড়া জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, যশোর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য মোস্তফা আশীষ ইসলাম ও আকিব বেনইয়ামিন।