বঙ্গবন্ধুর সমাধিতে সমাজসেবা অফিসার্স এসোসিয়েশনের শ্রদ্ধা

0

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সমাজসেবা অফিসার্স এসোসিয়েশন ৩৫তম বিসিএস নন-ক্যাডার ব্যাচ ২০১৭’র নবনির্বাচিত কার্যকরী কমিটি।

আজ বৃহস্পতিবার কমিটির নবনির্বাচিত সভাপতি সাব্বির হোসেন ও মহাসচিব মো. মোন্তাছির বিল্লাহর নেতৃত্বে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

এসময় সমাজসেবা অফিসার্স এসোসিয়েশন ৩৫তম বিসিএস নন-ক্যাডার ব্যাচ ২০১৭ এর নবনির্বাচিত কার্যকরী কমিটি প্রধান উপদেষ্টা আল আমিন মোল্লা, সমাজসেবা অধিদপ্তরের  গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন আর রশীদ, সহকারী পরিচালক মো. জুলফিকার আলী, গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সভাপতি সাব্বির হোসেন ও মহাসচিব মো. মোন্তাছির বিল্লাহ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে তারা স্বাক্ষর করেন। এরপর তারা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here