বঙ্গবন্ধুর সমাধিতে সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের শ্রদ্ধা

0

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা ৭ আসনের নতুন সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। 

শ্রদ্ধা নিবেদনের পর বেদীর পাশে কিছুক্ষণ  নীরবে দাড়িয়ে থেকে মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টে তার পরিবারের  শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের  আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here