গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যুব মহিলা লীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার দুপুরে যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজী ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন দলের সহসভাপতি জেসমিন শামীমা নিঝুম, শারমিন জাহান মেরী, শামীমা চৌধুরী বিথী, আশরাফুন্নেছা পারুল, সৈয়দা মোনালিসা নাদিরা পারভীন লাকী, শামীমা আক্তার দোলা, সালমা ভূঁইয়া চায়না সীমা ইসলাম, জাকিয়া সৃজনী শিউলী, শাহানাজ মতিন ঘূর্নী, মির্জা রাফিয়া আক্তার, বীণা চৌধুরী মিতু, আক্তার নাজমা বেগম রত্না, মেহের নাজ আক্তার নাহিদা ও শামীমা আরা নিগার, যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন আক্তার নীপা, বিউটি কানিজ, রাবেয়া শহীদ কামরুন্নাহার সুমি, তানিয়া সুলতানা হ্যাপি, তানিয়া হক শোভা, নিলুফার ইয়াসমিন শম্পা ও উছমিন আরা বেলী, সাংগঠনিক সম্পাদক নিলুফার ইয়াসমীন নীলু, ইসরাত জাহান অর্চি, মাসুমা আক্তার পলি, ফারহানা আক্তার সুমী, জান্নাতারা জান্নাত ও নিলুফার ইয়াসমিন ইতি এবং কার্যনির্বাহী সদস্য ফারহানা নাছরিন প্রমুখ।